নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামে প্রাইমারী স্কুল পড়ুয়া ছাত্রী ধর্ষন মামলায় একজন আটক হয়েছে। এঘটনায় ধর্ষন কারী ইরাদ আলী (৪৮) পোর্ট থানা পুলিশ আটক করেছে। গাতিপাড়া গ্রামে শফির আম বাগানে এঘটনা ঘটে।
আটক ধর্ষক ইরাদ আলী বেনাপোল ইউনিয়নের গাতিপাড়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ধর্ষিতার মা শারুফা খাতুনের অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ গাতিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ধর্ষক ইরাদ আলীতে আটক করে।ধর্ষিতার মা জানান, গত১৭ জানুয়ারি আমার মেয়ে দুপুরে স্কুল থেকে ফিরলে ধর্ষক ইরাদ আমার মেয়েকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে আমবাগানে নিয়ে জোর করে ধর্ষন করে। মেয়ের চিৎকারে আশে পাশের মানুষ বুঝতে পারলে ধর্ষক ইরাদ আলী পালিয়ে যায়। লোকটি খুব বেয়াদব এর আগেও সে আমার বড় মেয়েকেও উত্ত্যাক্ত করত। এছাড়া সে একজন মাদক সেবনকারী। মেয়ের অবস্থা খারাপ দেখে বেনাপোল থানায় হাজির হয়ে আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছি।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান,বেনাপোল গাতিপাড়া গ্রামে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এবং আমারা ধর্ষক ইরাদ আলী (৪৮) কে আটক করে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

