বেনাপোল ঃ- বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ রাসেদ আলী নামে এক মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ। সে নারানপুর গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল ভূইয়া জানান.যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম
(বার), পিপিএম ‘ র নির্দেশে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে শনিবার রাত ০৯.১৫ দিকে বেনাপোল পোট থানাধীন বড় আচঁড়া গ্রামস্থ ঈদ-গাহে্র সামনে অভিযান পুলিশ। এসময় পাকা রাস্তার উপর হতে একটি ইজিবাইক থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আসামী রাশেদ আলীকে আটক করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে গ্রেফতার দেখিয়ে মামলা রুজু প্রক্রীয়াধীন রয়েছে।

