শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 বেনাপোলে ২দিনে সাড়ে৬ হাজার যাত্রী যাতায়াত- ৭শ ট্রাক পণ্য  আমদানি রপ্তানিনি 

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি :ভারত ও বাংলাদেশের মধ্যে বিরজমান পরিস্থিতিতেও দেশের বৃহৎ স্থলবন্দর  বেনাপোল৷ ও ভারতেন পেট্টাপোল বন্দর দিযে আমদানি রফতানি বানিজ্য চালু রয়েছে।  চেকপোষ্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী চলাচল ও রয়েছে স্বাভাবিক।
গত ২দিনে ৭শতাধিক ট্রাক পন্য আমদানি রফতানি ও সাড়ে ৬ হাজার যাত্রী যাতায়াত করেছে বলে জানিয়েছেন বন্দর ও ইমিগ্রেশন সংশ্লিষ্টরা।
সোমবার ৪৪৪ট্রাক পণ্য আমদানি ও রফতানি হয। এর মধ্যে ভারত থেকে আসে ২৪৩ট্রাক পণ্য। গেছে ২০১ট্রাক পণ্য ।একইদিন ৩৯২৪জন যাত্রী যাতায়াত করেছে। এর মধ্যে ভারতে গেছে ১৯৪২জন।  এসেছে১৯৮২ জন।
মঙ্গলবার সন্ধা পর্যন্ত ২৪১২ জন যাত্রী যাতায়াত করেছে। এর মধ্যে ভারতে গেছে ১২১১জন। বাংলাদেশে এসেছে ১২০১জন। ৩শতাধিক পন্যবাহি ট্রাক আমদানি রফতানি হয়েছে।
বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে সোমবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও জমায়েত কর্মসূচিতে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের হুমকি দিলেও মঙ্গলবার সকাল থেকে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি  ও শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি বলেন, মঙ্গলবার সকাল থেকেই বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।
পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে।
বেনাপোল স্থলবন্দরের সহকারি পরিচালক কাজী রতন বলেন, বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার কার্যক্রম সচল রয়েছে।
ওপারের পরিস্থিতি জানতে চাইলে ভারত ফেরত পাসপোর্ট যাত্রী  সৌমেন দাস ও আনিছুর রহমান বলেন, আতঙ্কের কারণে অনেক বাংলাদেশি আছেন যারা চেকপোস্ট বন্ধের খবর শুনে দেশে ফিরছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালক আরিফ মন্ডল ও সজিব দাস বলেন, আগের থেকে বর্ডার একটু কড়া। তবে মালামাল রপ্তানিতে বাধা সৃষ্টি করেনি কেউ।
বাংলাদেশি রপ্তানি পণ্য পেট্রাপোল বন্দরে খালি করে ফেরত আসা ট্রাক চালক শিপন হোসেন জানান, তিনি স্বাভাবিক সময়ের মত পেট্রাপোল বন্দরে পণ্য খালি করে ফিরে এসেছেন। সেখানে কোন প্রতিবন্ধকতা নেই। নিরাপত্তা ব্যবস্থা একটু জোরদার করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতে যাওয়ার চেয়ে আসার যাত্রী একটু বেশি। যাত্রীদের কাছ থেকে জানা গেছে ওপারে কোন সমস্যা হয়নি কারো। টুরিষ্ট ভিসা বন্ধ থাকায় ভারতগামী যাত্রীর চাপ কমছে বলে জানান ইমিগ্রেশন কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ