বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪ লাখ ৮১ হাজার টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ অক্টোবর) ৪৯ বিজিবি’র একটি টহলদল এ অভিযান পরিচালনা করে শাড়ি, ওয়ান পিস ও কসমেটিকস সামগ্রী জব্দ করে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বেনাপোল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযানে এসব পণ্য আটক হয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক-অস্ত্র ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অভিযানে জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল কাস্টমসের গুদামে জমা করা হয়েছে।

