শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ৬০ রাসেলকে দেয়া হলো ৬০টি বাই সাইকেল

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের কোনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী সম্পূর্ণ ব্যতিক্রম ভাবে দেশে এই প্রথম পালিত হলো যশোর এর সীমান্তবর্তী শার্শা উপজেলায়। বুধবার বিকালে উপজেলা থেকে বেছে নেওয়া রাসেল নামে ৬০ জন শিশুদের দিয়ে ৬০টি শান্তির প্রতিক  কবুতর উড়িয়ে.কেক কাটা ও আলোচনার মধ্যে দিয়ে উদযাপন করা হয় শেখ রাসেল এর ৬০ তম জন্মবার্ষিকী। এ এক অন্যরকম আনন্দ ও অনুভূতি। মাঠজুড়ে ছিল উশ্বাস।
উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রাথমিক, কিন্ডার গার্টেন ও মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ১০/১১ বছরের রাসেল নামের ছেলেদের প্রাথমিক বিদ্যালয়ের রেজিষ্টার খাতা দেখে ৬০ জন রাসেল নামের শিশুদের নিয়ে আসা হয় এ অনুষ্ঠানে। রাসেল নামের শিশুদের ভালবাসার স্বরুপ ৬০তম জন্মবার্ষিকীতে ৬০ টি বাই সাইকেল এবং শেখ রাসেলের ছবি সংবলিত ৬০টি গেঞ্জি উপহার দেয়া হয় তাদেরকে।
রাসেল স্মৃতি সংসদ শার্শা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শার্শা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মেয়র আশরাফুল আলম লিটন বলেন, যে ছোট্ট শিশুকে কোন পাপ ষ্পর্শ করেনি, তাকেও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা বাঁচতে দেয়নি। আজ শেখ রাসেল বেঁচে থাকলে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতো। আজকে সারাদেশে জাতীয়ভাবে শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপিত হচ্ছে। আজকের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে শেখ রাসেল দিবস হিসেবে ঘোষনা করা হয়েছে। রাষ্ট্রীয় ভাবে তৃতীয় বারের মতো আজ পালিত হচ্ছে শেখ রাসেল দিবস।
 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আহসান উল্লাহ মাষ্টার, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সারোয়ার, কোষাধ্যাক্ষ খোদাবক্স, পুটখালী ইউপি চেয়ারম্যান গফফার সরদার, লক্ষনপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, নিজামপুর  ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, উলাশি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও কায়বা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল কবির ভুইয়া প্রমুখ।
সাইকেল পেয়ে আবেগ আপ্লুত শিশু ও তাদের পরিবার।  লিটনের জন্য দু হাত তুলে দোয়া করেন তারা। লিটনের স্বপ্ন পূরনে প্রধান মন্ত্রীর কাছে আকুতি জানান শার্শার আওয়ামী প্রেমী কর্মিরা #

আরো পড়ুন

সর্বশেষ