বেনাপোল, যশোর : যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদস্যরা াম আমড়াখালি চেকপাষ্ট এলাকা ১৭ হাজার জালনোটসহ ০২জনকে আটক করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ যশোর৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান,গো পন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যশোর বেনাপোল সড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়।
শার্শা গামী ১টি মোটর সাইকেলসহ ২জন আরোহীকে আটক করা হয়া। পরে তাদের তল্লাশি করে প্যান্টের পকেট হতে১৭ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। আটক করা হয় দুইজনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক এবং তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেন বলে জানায় বিজিবি। এছাড়াও জালনোট ব্যবসায় ব্যবহৃত ০২ টি মোবাইল ও মোটরসাইকেল আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য এক লক্ষ আটা নব্বই হাজার পাঁচশত টাকা।
আটককৃত জাল নোটসহ আসামীদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
বিজিবি অধিনায়ক জানান,দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার,রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে কাজ করছেন বিজিবি। এরই ধারাবাহিকতায়
বেনাপোল আমড়াখালী চেকপোস্টে বিজিবি’ বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। শনিবার রাতে অভিযান চালিয়ে জালটাকা সহ আটক করা হয় তাদের।

