শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল আমড়াখালী চেক পোষ্টে ইয়াবার চালান জব্দ

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াখালী চেক পোষ্টে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ৪ শ’ পিচ ইয়াবা জব্দ করেছে বিজিবি’র টহল দল। আজ রোববার সকালে বাবুল পরিবহনের বাসে অভিযান চালিয়ে এই ইয়াবার চালান জব্দ করা হয়।  শার্শার আমড়াখালী চেকপোস্টের একটি চৌকষ টহলদল উক্ত ইয়াবা উদ্ধার করেন বলে ৪৯ বিজিবির অধিনায়ক,লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল,এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। তিনি জানান,২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে মেজর সেলিমুদ্দোজা নেতৃত্বে আমড়াখালী চেকপোষ্টের একটি বিশেষ টহলদল যশোর নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থান করে। সাতক্ষিরা থেকে যশোরগামী বাবলু পরিবহনের একটি (যার নম্বর খুলনা মেট্রো জ-১১-০১২৪) বাস তল্লাশি করে বাসের ভিতর থেকে ৭৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।#

আরো পড়ুন

সর্বশেষ