শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অত্যাধুনিক প্রযুক্তির সাথে যুক্ত হলো বেনাপোলে বন্দর

আরো খবর

এমএ রহিম/আলী হোসেন:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার বিকালে বেনাপোল চেকপোস্টে ভারত এবং বাংলাদেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সহজতর করতে উদ্বোধন করলেন প্রতিতি ই-গেইট। আর মাধ্যমে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির সাথে যুক্ত হয়ে গেল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে। ঢাকা বিমান বন্দরের আঁদলে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে প্রায়২ মাস আগে ২ টি করে উভয় পাশে মোট ৪ টি ই-গেইট স্থাপন করা হয়। সেনাবাহিনীর তত্বাবধানে নির্মিত বিশেষ ই-গেইট স্থাপনের ফলে যাত্রীদের যাতায়াত আরো সহজ হবে।
ইমিগ্রেশন কতৃর্প জানিয়েছে ই-পাসপোর্টধারী যাত্রীগন মাত্র ১৮ সেকেন্ডে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করতে পারবেন। এর আগে ম্যানুয়াল পদ্ধতিতে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশন শেষ করতে ভোগান্তির মুখে পড়তে হতো। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী যশোরের পুলিশ সুপারের নবনির্মতি কার্যালয় উদ্বোধন করেন।

 

 

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঁচ থেকে সাত হাজার মানুষ পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করে থাকে। ঈদ ও পূজার সময়ে এই সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে যায়। যাত্রীদের ইমিগ্রেশনে কাগজপত্র যাচাই বাছাই করতে দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এতে যাত্রী ভোগান্তি বাড়ে। লাইনে না দাঁড়িয়ে আগে ইমিগ্রেশন কার্যক্রমের সুযোগ করে দেওয়ার কথা বলে দালালচক্র যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা লেনদেন করে। এতে যাত্রীরা প্রতারণা ও হয়রানির শিকার হন। যাত্রীসেবা সহজ ও নিরাপদ করতে বেনাপোল স্থলবন্দরে ৪টি ই-গেইট স্থাপন করা হয়েছে। এর দুটি ভারত থকে ফেরা ও দুটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে ব্যবহৃত হচ্ছে।

বিকালে ই-গেট উদ্বোধনের পর ই পাসপোর্টধারী যাত্রীদের জন্যে গেট উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর একে একে অসংখ্য যাত্রী গেটে ই-পাসপোর্ট দেখিয়ে গেট পার হয়ে যান। পরে ভিসা যাচাইয়ের জন্যে তারা কাউন্টারে যান। সেখান থেকে পাসপোর্ট বইয়ে সিল মেরে দেওয়া হয়।

ই-গেট উদ্বোধনী বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, শুধু ই পাসপোর্ট ই-গেট নয়; ই-ভিসাতেও আমরা চলে যাচ্ছি। বাংলাদেশ হাতে লেখা পাসপোর্ট থেকে এমআরপি এরপর ই-পাসপোর্টে চলে গেছে। এরই ধারাবাহিকতায় এখন আমরা স্মার্ট বাংলাদেশে যাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার। সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসাবে আজ সবার হাতে হাতে ই-পাসপোর্ট। একটা সময়ে আমরা হাতের লেখা পাসপোর্ট বাদ দিয়ে এমআরপিওতে যাত্রা করেছিলাম। এখন শেখ হাসিনার হাত দিয়েই ই-পাসপোর্টে চলে গেছি।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য,যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. নাসির উদ্দিন,যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহিন চাকলাদার, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান,সুরা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী,বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার উপস্থিত ছিলেন।

যশোর সার্কিট হাউজ থেকে রওনা দিয়ে বেনাপোলে পৌছানোর পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান। এর আগে মন্ত্রী বেনাপোল কাগজপুকুরে নতুন বাস টার্মিনালের উদ্বোধন করেন। প্রায় ৩ বছর আগে নির্মিত বাস টার্মিনালটি চালু হওয়ার ফলে বেনাপোল বন্দরের উপর যানজটের প্রভাব অনেকটা কম পড়বে বলে ধারনা করছেন বেনাপোলের জনগন। এবং পাশাপাশি সৃস্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। বিকাল ৫ টার দিকে তিনি বেনাপোল বলফিল্ড মাঠে শার্শা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন। বিকাল সাড়ে ৫ টায় নোম্যান্সল্যান্ডে মাননীয় মন্ত্রী ভারত বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত পতাকা নামানোর অনুষ্ঠান রিট্রিট শিরিমনির মনোঞ্জ অনুষ্ঠান উপভোগ করেন। বেনাপোল-পেট্রাপোল আইসিপিতে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি কমান্ডার সুবেদার মাহবুবুল হকের নেতৃত্বে ১৬ সদস্যের সুসজ্জিত দল এবং প্রতিপ ভারতের ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল আইসিপি কমান্ডার ইন্সপেক্টর সাতবীর সিং এর নেতৃত্বে ১৬ সদস্যের সুসজ্জিত দলের অংশগ্রহণে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড শেষে স্বারষ্ট্রমন্ত্রী প্যারেডে অংশগ্রহণকৃত বিজিবি ও বিএসএফ সদস্যদের সাথে কুশলাদি বিনিময়, শুভেচ্ছা উপহার প্রদান ও মিষ্টি বিতরণ করেন। ।

 

বিকাল ৫ টার দিকে তিনি বেনাপোল বলফিল্ড মাঠে  শার্শা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায়  বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং দেশে মাদক পাচার বন্ধ, জঙ্গি এবং মৌলবাদের উত্থান রুখতে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় রাখার অনুরোধ জানান।
তিনি আরো বলেন, দেশের জনগনের অর্ধেক হলো নারী তাই নারীদেরকে ঘরে বন্ধি না রেখে পুরুষের পাশাপাশি কাজে লাগিয়ে নারীদের ক্ষমতায়ন সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকাল  সাড়ে ৫ টায় নোম্যান্সল্যান্ডে মাননীয় মন্ত্রী ভারত বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত পতাকা নামানোর অনুষ্ঠান রিট্রিট শিরিমনির মনোঞ্জ অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীনচাকলাদার, সাংসদ শেখ আফিল উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, বিজিবির মহাপরিচালক এ কে এম নাজমুল হাসান, খুলনা বিজিবি’র সেক্টর কমান্ডার,যশোর বিজবি’র রিজিওন কমান্ডার, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলামখান, খুলনা রেঞ্জের ডিইইজ মঈনুল হোসেন,জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, পুলিশ সুপার প্রলয় জোয়াদ্দার এবং ৪৯ বিজিবির সিওসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ