বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ স্টপলিস্টে থাকা এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।
আটক ব্যক্তির হলেন দীপক কুমার বিশ্বাস (৫৫)। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের পুত্র।
রোববার (১০ নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪ টার সময় দীপক কুমার বিশ্বাস মেডিকেল ভিসায় স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। এসময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে দেখা গেলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।
ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীপক কুমার বিশ্বাসের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি নং-১০।
পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম শেষে আটক দীপক কুমার বিশ্বাসকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

