বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ভারতে যাওয়ার সময় আটক হয়েছেন ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান (৩৮)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তিনি ময়মনসিংহের সানকিপাড়ার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ জানায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে রাসেল পাঠান পাসপোর্ট জমা দেওয়ার পর সার্ভারে তার নাম ব্ল্যাকলিস্টে শনাক্ত হয়। এ সময় তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক পরিচয় দেন এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে বলে স্বীকার করেন। পরে তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পাসপোর্ট যাচাইয়ের সময় তার নাম ব্ল্যাকলিস্টে পাওয়া যায়। নিশ্চিত হওয়ার পরই তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, আটক রাসেল পাঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

