বেনাপোল প্রতিনিধি: ঘুসকাণ্ডে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে হেফাজতে নিয়েছে দুদক। এর আগে সোমবার ঘুসের টাকাসহ এনজিও কর্মী হাসিব হোসেনকে আটক করে দুদক। তার দেয়া স্বীকারোক্তিতে মঙ্গলবার ওই রাজস্ব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়।
তদন্ত কর্মকর্তারা সাংবাদিকদের জানান, প্রাথমিক জেরায় শামীমা আক্তার স্বীকার করেছেন যে, হাসিব তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন । দুদক এখন যাচাই করছে, এ চক্রের সঙ্গে কাস্টমস হাউসের আরও কেউ জড়িত কিনা।
আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, বেনাপোলে ফাইল ছাড়াতে আগে ঘুস দিতে হতো, নইলে কাজ হতো না।
আরিফ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আরিফ হোসেন অপু হোসেন বলেন, আমরা বহুদিন ধরে এমন উদ্যোগের অপেক্ষায় ছিলাম। যদি এভাবে অভিযান চলতে থাকে, তাহলে ব্যবসায়িক পরিবেশ আরও স্বচ্ছ হবে।
জেলা দুদকের উপ-পরিচালক সালাহউদ্দীন বলেন, আমরা টাকা উদ্ধার করেই থেমে থাকিনি। যারা এই টাকার পেছনে রয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। বেনাপোল কাস্টমস ঘুসমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
তিনি আরও জানান, আটক রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও হাসিব হোসেনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে ।

