বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক ও সাধারন সম্পাদক জসিম উদ্দিন মনোনিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে বেনাপোল গ্রীন লাইন পরিবহনে এক সভায় শতাধিক ব্যবসায়ীদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। পরে কমিটির ৫ সদস্যের নাম ঘোষনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মালেক।
ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা আব্দুল মালেক বলেন, বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় স্থানীয় ব্যবসায়ী জনপ্রতিনিধি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দর পরামর্শক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়। কমিটিতে নেতা নির্বাচনের ক্ষেত্রে সততা, আদর্শ ও দায়িত্বশীল গুনাবলীর ব্যক্তিত্বদের প্রাধান্য দেওয়া হয়েছে। আগামিতে পথ চলতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
সভাপতি আজিজুল হক বলেন, সকল ব্যবসায়িদের সমন্বয়ে আজ যে কমিটি গঠন করা হয়েছে তার গুরু দায়িত্ব আমার উপর পড়েছে। আমার প্রথম পদক্ষেপ থাকবে রাষ্ট্রের প্রধান ফটক বেনাপোল চেকপোষ্ট। এই পথে দেশী বিদেশী পর্যটক যাতায়াত করে থাকে। আর এখানে প্রতিনিয়ত পাসপোর্টধারীরা প্রতারনা ও ছিনতাইয়ের শিকার হয়। এছাড়া নানান অপরাধ মুলক কাজের কারনে বেনাপোল শহরের দূর্নাম হয়। এসব অনিয়ম বন্ধ করে দেশের ভাবমুর্তি তথা বেনাপোলের ভাবমুর্তি ফিরিয়ে আনা।
ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সকল ব্যবসায়িদের সহযোগিতা কামনা করেন আজিজুল হক।
২১ সদস্যর কমিটিতে প্রাথমিক ভাবে ৫ সদস্যর নাম ঘোষনার করা হয়। অনান্যদের মধ্যে রয়েছে সিনিয়র সহসভাপতি ইদ্রিস আলী ইদু ও যুগ্ম সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসান। তিন বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে থাকবেন ২১’সদস্য। পরবর্তীতে সবার মতামতের ভিত্তিতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা শেষে পরিচিতি সভা করা হবে।

