শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল চেকপোস্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আরো খবর

আলী হোসেন:
যাত্রী হয়রানি ও আমদানি রফতানি বানিজ্যে প্রতিবন্ধকতাসহ বন্দর এলাকায় যানজট ও
পথচারিদের দুর্ভোগ নিরসনে বেনাপোল চেকপোস্টের প্রায় এক কিলোমিটার এলাকার অবৈধ ফুটপাত
দখলকারি ুদ্র ব্যাবসায়ীদের অপসরনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন শার্শা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময়েএক পথচারিকে ২হাজার টাকা জরিমানা করা হয়।
বেনাপোল চেকপোস্ট এলাকায় ভারত-বাংলাদেশ চলাচলকারি যাত্রী ও্ পথচপারি চলাচলে বিঘœ সৃষ্টি
করেন তারা। ফুটপাত দখল করে দির্ঘদিন এক শ্রেনীর ব্যাবসায়ীরা ফুটপথের পরিবেশের বিৃশংঙ্খলা
সৃষ্টি করে আসছিলেন। প্রায় সময় ঘটত্ োঅনাঙ্তি দুর্ঘটনা,পরিস্থিতি দিন খারাপ হওয়ায়
প্রশাসনের নিরাবতায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অবশেষে শার্শা উপজেলা নির্বাহী
ম্যাজিষ্ট্রেট ফারজানা ইসলামের নের্তৃত্বে ভ্রম্যমান আদালত অভিযান চালায়। ফুটপথ মুক্ত
হওয়ায় জনকল্যাণমুখী ভুমিকায় স্বস্তির নিশ্বাস ফেলেন ভুক্তভোগীরা।
অভিযানের ধারাবাহিকতা কামনা করেন পথচারী ও স্থানীয়রা ।
এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিষ্ট্রেট ফারজানা ইসলাম,

 

আরো পড়ুন

সর্বশেষ