শার্শা প্রতিনিধি:
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি’র নির্বাচন-২০২৪ এর নব নির্বাচিত সভাপতি কে এম আতিকুজ্জামান সনি ও সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী পুনরায় নির্বাচিত হয়েছেন।
শনিবার(৪ মে) উৎসব মূখর পরিবেশে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি’র নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাজী শাহজাহান সবুজ এবং সহকারী নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন-মোহাম্মাদ শাহাদৎ হোসেন ও মোহাম্মাদ আলী। ভোট কেন্দ্র সুষ্ঠ এবং শান্তিপূর্ণ রাখতে ৬টি বুথ স্থাপণ করা হয়। মোট ভোটারের সংখ্যা ৬২০ জন, এবং ভোট প্রদান করেছেন ৪৭৬ জন।
নির্বাচন পর্যবেক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় শ্রমদপ্তরে শ্রমকর্তা গণেশ চন্দ্র বসু।
ভোট গণনা শেষে জানা যায়- সংগঠনের কার্যনির্বাহী কমিটি’র সভাপতি,সাধারণ সম্পাদক সহ ১৩ জনের মধ্যে ৩ জন প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন এছাড়া সনি-আজিম সমমনা ” ঐক্য পরিষদ” এর সাধারণ সম্পাদক-আজিম উদ্দিন গাজী সহ মোট ১০ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় জয়লাভ করেন। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতায় এ কে এম আতিকুজ্জামান সনি(চেয়ারমার্কা) ৪৪৩ ভোট পেয়েবজয় লাভ করে অপর দিকে তার প্রতিপক্ষ জয়নাল আবেদিন(মোমবাতি মার্কা)২৮ ভোট পেয়েছেন
এছাড়া ০২(দুই) জন কার্যকরী সদস্য নির্বাচনে ০৩(তিন) জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এরা হলেন- মোঃ মোস্তাক আহম্মেদ মাখন(গরুরগাড়ী মার্কা),মোঃ কুতুব উদ্দিন গাজী(উড়োজাহাজ মার্কা) এবং শেখ তৌহিদ(বটগাছ মার্কা)। এদের মধ্যে যে দুইজন কার্যকরী সদস্য পদে জয়লাভ করেন তারা হলেন-মোঃ মোস্তাক আহম্মেদ মাখন এবং কুতুব উদ্দিন গাজী।

