শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 বেনাপোল- ঢাকা দুর পাল্লার পরিবহন ধর্মঘট,৪ দিনেও সুরাহা হয়নি

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি :টানা ৪দিনেও সুরাহা হয়নি সৃষ্ট জটিলতার। বেনাপোল ঢাকা দুর পাল্লার পরিবহন চলাচল ন্ধ রয়েছে।  ফলে ভারত ফেরা যাত্রীরা বেনাপোল এসে পড়ছেন চরম দুর্ভোগে। পরিবহন না পেয়ে অতিরিক্ত অর্থ দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। প্রশাসনের সাথে পরিবহন শ্রমিকদের বৈঠকে কোন সুরাহা না হওয়ায় পরিবহন চলাচলনবন্ধ রেখেছে ঢাকা পরিবহন মালিক সমিতি।
 বন্দর ও পরিবহস সংশ্লিষ্টরা জানান ঢাকা বেনাপোল দুর পাল্লার পরিবহনের জন্যে বেনাপোল চেকপোষ্টে রয়েছে বন্দর বাস টার্মিাল। সেখান থেকে ছাড়ত বাস।বেনাপোলে যানজট নিরসনে  পৌর বাস টার্মিনাল ব্যাবহারে নির্দেশনা দেয় জেলা প্রশাসন। পরিবহন কর্তৃপক্ষ পৌর বাস টার্মিনাল ব্যাবহারে সহমত পোষন করে দিনের বাসগুলো ছাড়ছিল সেখান থেকেই। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধায় রাতের বাস চেকপোস্ট টার্মিনালে এসে যাত্রী নামিয়ে দিয়ে বাস যাচ্ছিল পৌর টার্মিনালে।
এরই মধ্যে হঠাৎ করে ২২নাভেম্বর গভীর রাতে ঢাাকা থেকে ছেড়ে আসা বাসের যাত্রী পৌর বাস টার্মিাালে নামিয়ে নেওয়া হয়।  বাস প্রবেশে দেওয়া হয বাধা। এরই প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি ৪দিন দুর পাল্লার পরিবহন চলাচল বন্ধে ভারত বাংলাদেশ যাতায়াত কারী যাত্রীরা পড়ছেন সীমাহীন ভোগান্তিতে। এর সুরাহা চান ভুক্তভোগী যাত্রীরা।ভারত ফেরা দু দেশের যাত্রীরা বলেন বাংলাদেশে পরিবহন বন্ধ জানত না তারা। ফলে বেনাপোলে এসে পড়েছেন ভোগান্তিতে। রোগীরা পড়ছেন দুর্ভোগে।
সৃষ্ট জটিলতা সমাধানে রোববার বিকেলে  যশোর জেলা প্রশাসনের সাথে বৈঠক করেছেন পরিবহন শ্রমিক নেতারা। বৈঠকে কোন ফলপ্রসু  আলোচনা বা সমাধান হয়নি। ফলে  টানা ৪দিনের মতো তারা পরিবহন চণাচল বন্ধ রেখেছেন বলে জানান বেনাপোল পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি বাবলুর রহমান বাবু।
তবে  খুলনা বিভাগ ও যশোর জেলা বাস মালিক সমিতিন সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পু জানান. বেনাপোল চেকপোস্টে  বন্দর ভেহিকাল টার্মিনাল চালু হওয়ায় কমে গেছে গাড়ির জট।  বাস চলাচলে হযনা যানজট। ভারত বাংলাদেশের আমদানি রফতানি বাহি ট্রাকের কারনে সৃষ্টি হতো যানজটের। দুর পাল্লার যাদ্রীদের নিরাপত্তা ও দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার দাবী জানান  মুসলিম উদ্দিন পাপ্পু।
জেলা ও উপজেলা প্রশাসন জানান পৌর টার্মিনাল ব্যাবহারের বিষয়টি উপদেষ্টার নির্দেশনা। ফলে সবাইকে ঝমঝোতার আহব্বান জানান হয়।

আরো পড়ুন

সর্বশেষ