বেনাপোল ( যশোর) প্রতিনিধি:
বাংলাদেশ সরকার উপহারস্বরূপ রসালো আম পাঠালো ভারত সরকারের জন্য। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ- ভারতগামী আন্তর্জাতিক বাস শ্যামলী পরিবহন এর মাধ্যমে কলকাতায় অবস্থিত বাংলাদেশী দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইনের নিকট পাঠানো হয়।
বন্দর পরিচালক রেজাউল করিম ও আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান সকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৭ টি কার্টুনে (১৪০ কেজি) আম ভারতের সরকারকে উপহারস্বরূপ প্রদানের জন্য বাংলাদেশ- ভারতগামী আন্তর্জাতিক বাস শ্যামলী পরিবহন এর মাধ্যমে কলকাতায় পাঠানো হয়েছে।
আম গুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশী দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইন রিসিভ করবেন সেখান থেকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হবে। প্রতিবছরের মতো এবারও ভারতে সু মিষ্ট রসালো আম পাঠালো ভারতে।

