শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

  বেনাপোল দিয়ে ভারত থেকে ৭১৫ টন কাঁচা মরিচ আমদানি

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি:
 বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৭শ‘১৫মে: টন কাঁচা মরিচের চালান আমদানি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির তিনি জানান, ভারত থেকে সোমবার ও মঙ্গলবার দু‘দিনে ৭‘শ ১৫.৬৬টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে এসেছে। প্রতিটনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা।
আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা এবং শুল্ক ৩৬ টাকা।  গড়ে প্রতিকেজি মরিচের ক্রয় মূল্য পড়ে ১০০থেকর১০৫টাকা।
সোমবার ৫০ ট্রাকে ৫৮২ মেট্রিক টন কাঁচা মরিচ মঙ্গলবার সন্ধা৬ টা পর্যন্ত  ভারতীয় গাড়িতে ১৩৩.মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।বন্দর থেকে খালাস করে নিয়ে দেশের বিভিন্ন বাজারে নিয়ে গেছে আমদানিকারকরা।
বেনাপোল দিয়ে কাঁচা মরিচ আমদানি হওয়ায় বন্দরের বিভিন্ন মহলে দেখা দিয়েছে স্বস্তির নিশ্বাস। স্থানীয় বাজারগুলোতে হত ২দিন আগে প্রতিকেজি কাচা মরিচ বিক্রি হয়েছে ৩শথেকে৫শটাকা। মরিচ আমদানির  খবরে এবার দাম কমার   আশা করেন ক্রেতা ও বিক্রেতারা।
বন্যায় উৎপাদন হ্রাস ও পুজার ছুটিতে মরিচ আমদানি বন্ধের কারনে  দেশে কাঁচা মরিচের বাজার যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে মুহূর্তে অস্তিতিশীল কাঁচা মরিচের জোগান দিতে এগিয়ে এলো প্রতিবেশী৷ রাষ্ট্র  ভারত। ভারতে দুর্গা পুজোর কারনে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল গত ৫ দিন। সোমবার বন্দর খুলে যাওয়ায় ২দিনেই ভারত থেকে এলো৭১৫ মেট্রিক টন কাঁচা মরিচ।  বেনাপোল বন্দর থেকে কাঁচা মরিচ বোঝাই ট্রাকগুলো খালাশ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে গেছে আমদানিকারকরা।
বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার দুই কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেন। প্রতিটনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা এবং শুল্ক ৩৬ টাকা।  শুল্ক করাদি পরিশোধ করে সন্ধ্যার আগেই মরিচ বোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করবে বলে  জানান বন্দর কর্তৃপক্ষ।
বন্দর এলাকার শ্রমিক, সাধারন মানুষ, বন্দর ব্যবহারকারীরা জানান, পুজার ছুটিতে টানা ৫দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কোন কাঁচামাল বেনাপোল দিয়ে আমদানি হয়নি। এর ফলে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে কাঁচা মরিচের দাম। সোমবার ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরু হলে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। এ ভাবে আমদানি বাড়লে কাঁচা মরিচের  চালান বাজারে সরবরাহ বড়লে দাম অনেকাংশে কমে আসবে বলে  জানান তারা।
  ভারত থেকে আসা কাচা মরিচের চালান দ্রত খালাস দেওয়া হয়েছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

সর্বশেষ