রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল দিয়ে ভারত থেকে ৯৫ মহিষ আমদানি

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে ৯৫টি মহিষ আমদানি করেছে ‘তামাম করপোরেশন’ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ছয়টি ট্রাকে করে মহিষের এ চালানটি বেনাপোল বন্দরে পৌঁছায়।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা জানান, মহিষগুলো ঢাকার সাভারে অবস্থিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের খামারে নেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় মহিষগুলো সুস্থ পাওয়া গেছে।

সরকার নির্ধারিত শুল্ক আদায়ের পর প্রাণিসম্পদ বিভাগ থেকে যথাযথ ছাড়পত্র দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মহিষের খালাস নিতে তৃষা এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে।

পরীক্ষা-নিরীক্ষা শেষে শুল্কায়ন করে খালাস দেওয়া হবে।

মহিষগুলোর আমদানি মূল্য ঘোষণা করা হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার।

আরো পড়ুন

সর্বশেষ