শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল পেট্রোপোল ইমিগ্রেশনে যাত্রীদের নতুন ফি নির্ধারণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রোপোল স্থলবন্দর ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীদের জন্য নতুন ফি নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে এ নতুন ফি কার্যকর হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, পেট্রোপোল ইমিগ্রেশনে বহির্গমনের সময় যাত্রীদের কাছ থেকে ফি আদায় করা হবে। বেনাপোল স্থলবন্দরের ট্রাভেল ট্যাক্স ও বন্দর চার্জের অনুরূপ হিসেবে পেট্রোপোল স্থলবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।নতুন নির্ধারিত ফি অনুযায়ী ভারতীয় যাত্রীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২০০ রুপি।বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশের নাগরিকদের জন্যও ২০০ রুপি।
তৃতীয় দেশের নাগরিকদের জন্য ৪০০ রুপি অথবা ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
নতুন এ ফি কার্যকরের ফলে বেনাপোল-পেট্রোপোল রুটে যাতায়াতকারী যাত্রীদের অতিরিক্ত ব্যয় গুনতে হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো পড়ুন

সর্বশেষ