শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল পৌরসভা  নির্বাচনে নৌকা প্রার্থী নাসির উদ্দিন নির্বাচিত

আরো খবর

 এম এ রহিম বেনাপোল থেকে:
দীর্ঘ ১ যুগপর অনুষ্ঠিত বেনাপােল পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের  প্রার্থী নাসির উদ্দিন বিজয়ী হয়েছেন।নৌকা ১৩,২৬৫ ভােট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী, ও স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন পেয়েছেন ত হাজার ৮২৫ ভোট। মোট ৫৭.৯১ শতাংশ ভাট পড়েছে বলে নিশ্চিত করেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাে: আনিছুর রহমান।
সংরক্ষিত ৩টি মহিলা আসনে কামরুনার আন্না খাতুন, জুলেখা বেগম ও মর্জিনা খাতুন মিম নির্বাচিত হয়েছন।
মােট ৪৭ জন কাউন্সিলর নির্বাচনে অংশ গ্রহন করলেও নির্বাচিত হয়েছেন, সাদিপুর ১ নং ওয়ার্ডে সুলতান আহমেদ বাবু,নামাজগ্রাম ২ নং ওয়ার্ড শরীফ উদ্দিন, বেনাপােল ৩ নং ওয়ার্ড মিজানুর রহমান, কাগজপুকুর ৪ নং ওয়ার্ড শাহীনুর রহমান শাহীন, দিঘীড়পাড় ৫নং ওয়ার্ড আজিমউদ্দিন গাজী, ভবরবেড় ৬ নং ওয়ার্ড আসাদুজ্জামান,  গাজীপুর ৭ নং ওয়ার্ড মিজনুর রহমান, ছােট আচড়া ৮ নং ওয়ার্ড তাজিম উদ্দিন,  বড় আচড়া ৯ নং ওয়ার্ড কামাল হােসন নির্বাচিত হয়েছেন।
২/১ টি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে ভােট গ্রহন সম্পন হয়েছে। তবে বিপুল সংখ্যক আইন প্রয়াগকারী সংস্থার লােকজনের কঠাের নিরাপওা ছিল চােখ পড়ার মতো
সােমবার  সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় পর্যÍন্ত ১২টি কেদ্রে ভােট গ্রহন শেষ হয়েছে। প্রতিটি কেদ্রে ভােটারদের উপস্তিতি ছিল সন্তষজনক
তব দুপুরের পর ৩ নং ওয়ার্ডর কাউন্সিলর প্রার্থী পর স্বেচ্ছসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মটুকে পিটিয় হাসপাতাল পাঠিয়েছে প্রতিপক্ষরা। সকালে সাবেক মেয়র জেলা আওয়ামীগের যুগ্ন সম্পাদক আশরাফুল আলম লিটনকে লাঞ্চিত করা হয়েছে।।
বেনাপােল পৌর সভায় মাোট ভাোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৭ জন। পুরুষ ভােটার ১৫ হাজার ১৬২ ও  মহিলা ভাোটার সংখ্যা ১৫ হাজার ২২৫ জন।  ইভিএম পদ্ধতিত নির্বাচন হওয়ায় কিছু কিছু কেদ্রে ভােট গ্রহন হয়েছে ধীরগতিতে বলে অভিযােগ ভােটারদের। ভােট কেদ্রের পরিবেশ উৎসবমুখর শাÍন্তপুর্ন। ভােট কেদ্রগুলােতে সকাল থেকে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা ব্যবস্থা। ছিল। পুলিশের পাশাপাশি আইনশৃখলা বাহিনীর অন্যান্য সদস্যদের উপস্তিতি ছিল চাখে পড়ার মতো।
বেনাপােল পৌর নির্বাচনের মাবাইল প্রতিকর স্বত¿ পরাজিত ময়র প্রার্থী মফিজুর রহমান সজন অভিযােগ করে বলেন, ভােটারদের ভাটকেদ্রে আসতে বাধা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ মনােনীত বিজয়ী নৌকার প্রার্থী নাসির উদ্দিন বলেন, অভিযােগকারী প্রার্থীর নির্বাচনী অপকৌশল। আমার প্রতিদ্বদ্বী প্রার্থী নির্বাচনকে বিতর্কিত করার জন্য অপপ্রচার  চালাছে। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ড পৌরবাসী  আমাকে ভােট দিয়ে নির্বাচিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ