এম এ রহিম, বেনাপোল যশোর:ভারতীয় লোকসভা নির্বাচন এবং বৈদ্ধ পূর্ণিমা ও বাংলাদেশে যশোরের শার্শা উপজেলায় নির্বাচনের কারণে ১৭মে শুক্রবার বিকাল থেকে আগামী ২২মে বুধবার পর্যন্ত ৬দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এসময়ে যাত্রীপারাপারে বিধিনিষেধ জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
বন্দর ও ইমিগ্রেশন সংশ্লিষ্টরা জানান।২০মে ভারতের লোকসভা নির্বাচনের কারণে ১৭ মে শুক্রবার বিকাল থেকে আগামী ২০মে সন্ধ্যা ৭টা পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে দু দেশের মধ্যে যাত্রী পারাপারে বিধি নিষেধ আরোপ করেছেন ভারত সরকার । নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ থেকে নতুন কোন যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে না । তবে মেডিকেল ভিসা বা এমার্জেন্সি ভিসায় ভারতের প্রবেশ করতে পারবে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় যাত্রীরা এই তিন দিনে ভারতে প্রবেশ করতে পারলেও ভারতে অবস্থানকারী বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশে ফিরে আসতে পারবে না। ২১মে সকাল থেকে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে ২১মে উপজোলা পরিষদ নির্বাচনের সরকারি ছুটি ও ২২মে বৈদ্ধপূর্নিমার ছুটির কারনে আমদানি রফতানি থাকবে বন্ধ।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আজহারুল ইসলাম ও বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, ভারতীয় চেকপোস্ট থেকে একটি পত্রের মাধ্যমে লোকসভা নির্বাচনের কারণে তিন দিন যাত্রী পারাপার বিধি নিষেধের বিষয়ে জানানো হয়েছে। ২১ তারিখ সকাল থেকে দু’দেশের মধ্যে যাত্রী পারাপা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ২৩মে বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক অবস্থায় চালু হবে বলে জানান বন্দর কর্মকর্তা।

