বেনাপোল প্রতিনিধি :
টানা ৫দিন বন্ধের পর রবিবার সকাল থেকেই বেনাপোল পেট্টাপোল স্থলবন্দ দিয়ে আমদানি রপ্তানি চালু হলেও প্রথম দিনে দেখা গেছে পণ্যবাহি ট্রাকের জট। মহাসড়কের উপরে দাড়িয়ে আছে হাজারও পণ্যবোঝাই ট্রাক। ফলো চরম ভোগান্তিতে পড়েছে পথচারিসহ ব্যবসায়িরা। দুপার বন্দরে দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র পণ্য জটের সৃষ্টি হয়েছে।
ভারত ও বাংলাদেশে নির্বাচন ও বৈদ্ধপূর্নিমাসহ ৫দিন ছুটি শেষে রবিবার সকাল থেকেই বন্দর এলাকায বেড়েছে আটকে পড়া আমদানি রফতানিকৃত পণ্যবাহী ট্রাকের চাপ। প্রতিদিন প্রায় সাড়ে ৭/৮শ ট্রাক পন্য আমদানি রফতানি হচ্ছে। বন্দর ও কাষ্টম কর্তৃপক্ষ চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। গভীর রাত পর্যন্ত চলছে খালাস প্রক্রিয়ার কাজ। তবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পণ্যবাহি ট্রাক।এতে চাপ বাড়ছে দিনদিন। বন্দরের জায়গা স্বল্পতার কারনে সড়কের উপর রাখা হচ্ছে ভারত ও বাংলাদেশী পন্যবাহি হাজারও ট্রাক। ফলে পচনশীল পণ্য পচে নষ্ট হচ্ছে। যানজটে অতিষ্ট হয়ে পড়ছে সর্বসাধারন। ঘন্টারপর ঘন্টা আটকা পড়ছে দুরপাল্রার পরিবহন। দুর্ভোগে যাত্রীরা। দিনেরপর দিন আটকা পড়েছে পন্যবাহি ট্রাক।
এ থেকে পরিত্রান চান ভুক্তভোগীরা.
ট্রাক চালক আবদার রহমান জানান ৪দিন আগে পন্যরনিয়ে এসেছেন ৪দিনেো হয়নি খালাস। সিরিয়ালর নামে হয়রানি হচ্ছেন তারা। পাসপোর্ট যাত্রী কোফিল উদ্দিন ও মানতি মন্ডল বলেন সড়কে আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময ফৰে ভারত গমনে পড়ছেন দুর্ভোগে।
বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান দুপার বন্দরে রয়েছে জায়গা স্বল্পতা। রয়েছে অনিয়মের যাতাকল ফলো ক্ষতিগ্রস্থ্য হচ্ছেন তারা।
ব্যাবহারকারী আব্দুল কাশেম ও মোসিন উদ্দিন জানান সকাল থেকে গভীর রাত পর্যন্ত করতে হচ্ছে কাজ। সিরিয়ালের নামে ভোগান্তি বাড়ছে। এ থেকে পরিত্রান চান তারা।
এ বিষয়ে বন্দর পরিচালক রেজাউল করিম জানান টানা কয়েক দিনের বন্ধের কারনে বেড়েছে ট্রাকের চাপ। তবে ভোগান্তি কমাতে বন্দরের বিভিন্ন এজেন্সি কাজ করছেন। দ্রুতগতিতে চলছে খালাস প্রক্রিয়া। গাড়ির চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন বন্দর ও কাষ্টম সংশ্লিষ্টরা।
ভারত অংশে ধীর গতির কারনেও পন্য আমদানি রফতানিতে বিলম্ব হচ্ছে বলে জানান বন্দর ব্যাবহারকারীরা। এ থেকে সুরাহে কর্তৃপক্ষে আরো আন্তরিক হয়ে কাজ কারার আহব্বান জানান তারা।

