শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বানিজ্যে গতি ফেরাতে নতুন ৩৭ কর্মকর্তা নিয়োগ 

আরো খবর

  বেনাপোল প্রতিনিধি :
দেশের নাজুক পরিস্থিতিতে  আমদানি রফতানি বানিজ্যে গতি ফেরাতে  দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে নতুন ৩৭জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
  নিয়োগকৃতদের বন্দরের বিভিন্ন শেড ইযার্ড রাজস্ব দফতর স্কেল ও টার্মিাল সহ গুরুত্বপূর্ন স্পটে দাযিত্ব দেওয়া  হয়েছে বলে বিষয়নি নিশ্চিত করেছেন  বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম।
 তিনি জানান বেনাপোল বান্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বাড়ছে দিন দিন।
বন্দরে ছিল জনবল স্বল্পতা।  বিষয়টি বন্দর চেয়ারম্যানের সু দৃষ্টি কামনা করে জনবল নিয়োগের আবেদন করা হয়।   বন্দরের বিরাজমান সমন্যা নিরসন চাহিদা ও দাবীর প্রেক্ষিতে দেশের বর্তমান পরিস্থিতিতে এ বন্দর দিয়ে আমদানি রফতানিতে গতি ফেরাতে  বেনাপোল বন্দরে ৩৭ জনকে নতুন অন্তর্ভুক্ত করা হয়।
দেশের মধ্যে নতুন ৭৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বৃহৎ অংশ বেনাপোলে নিয়োগ দেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বন্দরের সাথে সংশ্লিষ্টরাসহ পরিচালক রেজাউর করিম।
সোমবার কর্মস্থলে যোগদান করেন তারা।  বন্দরের বিভিন্ন বিষযে কর্মশালা ও মতবিনিময় শেষে মঙ্গলবার থেকে  নতুন নিয়োগকৃতরা দাযিত্ব পালন করবেন বলে জানান তিনি।
বেনাপোলে ১১১জন কর্মকর্তা কর্মচারির স্থলে আরো নতুন ৩৭ জন অন্তর্ভুক্ত হওয়ায় বন্দরে ফিরবে গতি বাড়বে আমদানি রফতানি।  উপকৃত হবে ব্যাবসায়িরা।##

আরো পড়ুন

সর্বশেষ