বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল স্থল বন্দরে একটি ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৩ সেপ্টেম্বর রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে স্কেল কার্যক্রম সম্পন্ন না করে পণ্য পাচারের চেষ্টাকালে ভারতীয় একটি ট্রাক (নম্বর: ৩৮ট-২৪৮২) আটক করা হয়। পরে ট্রাকটি সিলগালা করে রাখা হয়।
দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো আমদানিকারক বা সিএন্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় ট্রাকবোঝাই পণ্য নিলামযোগ্য ঘোষণা করা হয়।
এর পর সোমবার (১৫ ডিসেম্বর) বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ তল্লাশি চালিয়ে ঘোষণাকৃত বডি স্প্রের পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ ঔষধ, শাড়ি-থ্রি-পিস, জর্দা, আতশবাজি, ফেসওয়াশ ও ট্রিমার সামগ্রী জব্দ করে।
কাস্টমস জানায়, ঔষধ ও জর্দা ধ্বংস করা হবে, শাড়ি ও থ্রি-পিস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে এবং বডি স্প্রে ও ট্রিমার নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এ ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

