বেনাপোল প্রতিনিধি:ভারত থেকে কাচাপণ্য আমদানিতে সৃষ্ট জটিলতায় বেনাপোল স্থল বন্দর দিয়ে টানা ২ঘন্টা আমদানি রফতানি বানিজ ছিল বন্ধ। ফলে দু পার বন্দর সড়কে আটকা পড়ে শহস্রাধিক পনবাহি ট্রাক সৃষ্টি হয় পনবাহি ট্রাক জটের।
পান মাছ ফল সহ বিভিন্ন খাদ্যপন্য আমদানিতে পন্যবাহি ট্রাক রাতে প্রবেশের অনুমতি দেওয়ার প্রতিবাদে বন্দর বাইপাস গেটের সামনে অবরোধ করে সিন্ডএফ ষ্টাফ এসোসিয়েশনের নেতা কর্মিরা।
বন্দর ব্যাবহারকারীরা জানান দেশের সব স্থল বন্দর দিযে খাদ্যপন্যসহ সব ধরনের পন্য আমদানি হয় একই সাথে। তবে বেনাপোল বন্দর দিয়ে রাতে খাদ্যপন্য আমদানির অনুমতি দেওয়া হয়।
ফলে ভোমরাসহ অন্যস্থল বন্দর দিয়ে এসব পন্য আমদানি বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেনাপোল বন্দর ব্যাবহারকারী বিভিন্ন সংগঠন। আমদানি বানিজ্যে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। এর সুরাহের দাবীতে অবরোধ ডাকেন তারা।
বন্দর পরিচালক রেজাউল করিম জানান সরকার খাদ্যপন্য আমদানিতে অগ্রাধিকার দিতে বলেছে। সকাল থেকেই খাদ্যপন্য প্রবেশের জন্য দু দেশের কাষ্টম বন্দর ও বানিজ্যের সাথে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হচ্চে। সুরাহের আশা করেন তিনি।
বিষয়টি উধ্বতননদ কর্তৃপক্ষের দৃষ্টি গোচর করা হয়েছে। সমাধানে আশ্বাসে ব্যাবসার সাথে সংশ্লিষ্টরা সাময়িক ভাবে তাদের অবরোধ প্রত্যাহার করেছে বলো জানান বন্দর কর্মকর্তা।

