শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল বাজারে জাতীয় ভোক্তা-অধিকারের অভিযান জরিমানা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর শার্শা উপজেলার বেনাপোল বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সোমবার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব অভিযান পরিচালনা করেন। পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন অপরাধে এ জরিমানা আদায় করা হয়। ।সরকার নির্ধারিত ১১৪ টাকার কেরোসিন ১৩০ টাকায় বিক্রির অপরাধে আনোয়ার স্টোর থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেসার্স হাসান ফার্মেসী বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান’স স্যাম্পল বিক্রি করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। বাসি, ছত্রাকযুক্ত ও পুরানো মিষ্টি পুনরায় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করায় সুলতান মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে দুই হাজার টাকা এবং তৈরিকৃত মিষ্টি ঢাকনা ছাড়া সংরক্ষণ, মিষ্টি ও দইয়ে মৃত মাছি পাওয়ায় আজিজ মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন ক্যাব যশোরের সদস্য আব্দুর রকিব সরদার, কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক কুতুবউদ্দিন এবং জেলা পুলিশের একটি টিম।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ