বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার কাগজপুকুর ওয়ার্ডে হামলা, ভাংচুর ও একটি চায়ের দোকান পুড়িয়ে দেওয়া সহ কাগজপুকুর ওয়ার্ডের বিএনপির যুবদল কেন্দ্রীয় কমিটি’র সাবেক সহ- সভাপতি নুরুজ্জামান লিটন গ্রুপের পার্টি অফিসে তালা ঝুলানোর অভিযোগ উঠেছে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের সমর্থকদের বিরুদ্ধে।মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।
বিএনপির নেতৃবৃন্দ জানান, তারা তাদের পার্টি অফিসে বসে আলোচনা করছিল। এসময় বিএনপির তৃপ্তি গ্রুপের কিছু উশৃংখল লোকজন এসে আমাদের মারধর করে সেখানে অগ্নি সংযোগ করে। এবং পার্টি অফিস এলাকায় ৬-৭টি বোমার বিষফোড়ন ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। পরে তারা অফিসে তালা ঝুলিয়ে এলাকা ত্যাগ করে।
এসময় তাদের মারধরে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন মোঃ শাহিনুর রহমান (শাহিন) সাধারণ সম্পাদক, কাগজ পুকুর ৩নং ওর্য়ার্ড বিএনপি, মোঃ হাসন ইমাম-সিনিয়ার সহ সভাপতি বেনাপোল পৌর কৃষকদল ও আনোয়ার আলী, বিএনপি কর্মী।

