শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল বিভিন্ন মামলার ১০ পলাতক আসমি আটক 

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি :যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় পোর্ট থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে মাদক সহ একজন ও গ্রেফতারী পরোযানাভুক্ত ৯জনসহ ১০জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধা থেকে মঙ্গলবার  সকাল পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান পোর্ট থানার ওসি রাসেল মিয়া। আটককৃতদের বাড়ী বেনাপোলের বিভিন্ন গ্রামে বলে জানান তিনি।
ওসি রাসেল মিয়া জানান.৫০০গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। এসময আটক করা হয় বেনাপোলে বোযালিযা গ্রামের চান্দালি কাজির ছেলে আবু বক্করকে। বেনাপোলে পাঠবাড়ি  এলাকা থেকে আটক করা হয তাকে। এদিন জিআর মামলায় আটক করা হয.বেনাপোল নারানপুর  গ্রামের সোয়ারাব সিকদারের ছেলে মোঃ হাচান শিকদার,সাদিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শরিফুল ইসলাম বারপোতা গ্রামের  আবু বক্কার  সিদ্দিকের ছেলে নুর মোহাম্মাদ ৪৫।
বারপোতা গ্রামের  মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নুর মোহাম্মাদ ৪১। ও একই গ্রামের নুর মোহাম্মদ ৪০।ভবারবেড় গ্রামের ইউছুপ হাওলাদারের ছেলে  কামাল হোসেন।  পুটখালি গ্রামের মৃত আব্দুল সাগর মোড়লের ছেলে আরিফুল ইসলাম। একই গ্রামেন ছাত্তার মোড়লের ছেলে আরিফুল ইসলাম,। আব্দুস ছাত্তার মোড়লের পুত্র আরিফুল ইসলাম।
আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় মধ্যেমে মঙ্গলবার দুপুরে যশোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ