শার্শা প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে মটরসাইকেল দূর্ঘটনায় আব্দুল আলিম (২৭) নামে এক ফুটবল খেলোয়ার নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে তার সাথে ফিরোজ হোসেন (২৫) নামে একজন।
শনিবার রাত সাড়ে ৮টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিম বেনাপোলের বড়আঁচড়া গ্রামের আবু তাহের এর ছেলে।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বাঘারপাড়া থেকে ফুটবল খেলা করে মটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামক স্থানে মটরসাইকেল দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলিম নামে একজনকে মৃত ঘোষণা করে।

