বেনাপোল যশোর:
বেনাপোল সহ দেশব্যাপি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অতিক্রম রোধে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করেছে বিজিবি কর্তৃপক্ষ।অবৈধ পারাপার রোধে বিজিবিকে তথ্যদিয়ে সহযোগিতা করার আহব্বান জানানো হয়েছে।
অরৈধ ভাবে সীমান্ত অতিক্রম রক্ষায় নজরদারী ও নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের জন সংযোগ কর্মকভতাা শরিফুল ইসলাম।
বিজিবি কর্মকর্তা জানান.দেশব্যাপি সহিংসতা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর
দেশের চলমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে অতিক্রম কারীদের রুখতে মঙ্গলবার ঢাকা সদর দফতর থেকে নির্দেশনা দেওয়া হয়।
বুধবার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা ও সিদ্ধান্ত জানানো হবে বলে জানায় বিজিবি।
ফলে সীমান্ত এলাকায় বিজিবিকে সর্বচ্চ সতর্কবস্থা রাখা হয়েছে। ওপার সীমান্তে ভারতীয় বিএসএফ ও কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সীমান্তের এলাকাবাসি।
এদিকে সীমান্তের ইমিগ্রেশন দিয়ে কমেছে যাত্রী যাতায়াত। ভ্রমন ভিসায় ভারতে প্রবেশ রয়েছে অনেকাংশে বন্ধ। মেডিকেল ভিসায যাত্রী যাতায়াত চলছে বলে জানান ইমিগ্রেশন সংশ্লিষ্টরা।
ইমিগ্রেশন ওসি আজাহার উদ্দিন জানান দেশের এই বিরজমান পরিস্থিতিতে বেনাপোল পেট্টাপোল সীমান্তে র ইমিগ্রশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন বেশী যাচ্ছেন কম।

