শেখ সেলিম, বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোল-চৌগাছা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের আওতাধীন মাসিলা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, গাঁজা, শাড়ি ও কসমেটিকস সামগ্রীসহ মোট ৩ লাখ ৩৭ হাজার ৯০০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ করছে। তথ্যভিত্তিক এই অভিযান আমাদের নজরদারি কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। দেশের যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে এবং চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তা বিধি মোতাবেক ধ্বংস করা হবে। অন্যদিকে, চোরাচালান পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

