শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে দেড় কোটি টাকা মুল্যের সোনার বার জব্দ 

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শার বেনাপোল পাঁচ ‍ভুলোট সীমান্ত থেকে ১ কেজি ৯শ৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্নেরবার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় দুই পাচারকারী বিজিবির চোখ ফাকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে কর্নেল তানভির রহমান জানান, বিজিবি গোপন সংবাদে জানতে পারে সীমান্ত দিয়ে স্বর্নের চালান ভারতে পাচার হচ্ছে। শনিবার ভোররাতে  পাচভুলোট সীমান্তের বটতলা নয়কোনা এলাকায় অভিযান চালান তারা। এসময় বিজিবির উপস্তিতি টের পেয়ে ২টি পুটলা ফেলে পালিয়ে যায় রিয়াজুল ইসলাম খোকা ও শাহ আলম নামে ২ পাচারকারী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১৭টি স্বর্নেরবার। যার বাজার মুল্য ১কোটি ৫০লাখ ৩১লাখ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।
পালিয়ে যাওয়া রিয়াজুল পাচভুলোট গ্রামের আমজাদ আলীর ছেলে ও শাহ আলম একই গ্রামের নবি ছদ্দিন আলীর ছেলে বলে জানায় বিজিবি।
আটককৃত স্বর্নের চালান শার্শা থানায় জমা দেওয়া হবে বলে জানান বিজিবি অধিনায়ক তানভির রহমান।

আরো পড়ুন

সর্বশেষ