শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে দেশি পিস্তলসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার  সকালে সাদিপুর সীমান্ত এলাকা থেকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবির এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল সিদ্দিকী,এসপিসি,পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার ফরিদ উদ্দিনের নেতৃত্বে বেনাপোল সাদীপুর মাঠপাড়া পাকা রাস্তা এলাকায় অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন অজ্ঞাত ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। পরে, উক্ত স্থানে তল্লাশি করে ১টি দেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ