শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে বিএসএফের ছোড়া বুলেটে সফিকুল ইসলাম ডালিম ও পিয়াস হোসেন বাবু নামে দুই বাংলাদেশী চোরাকারবারী আহত হয়েছে। সীমান্ত এলাকা থেকে চৌকস বিজিবি জোয়ানরা গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পোর্ট থানা পুলিশ ও বিজিবি তাদেরকে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
বিজিবি ও স্থানীয়রা জানান মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর বিওপির মেইন পিলার ১৭ এর ৮ এস এর ৮২ আর পিলার হতে ০৫ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ০২ বাংলাদেশী চোরাকারবারি।এসময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড বুলেট ছোড়ে। বিএসএফের ছোড়া বুলেটের আঘাতে দৌলতপুর,গ্রামের :বরকত আলীর ছেলে সফিকুল ইসলাম ডালিম হোসেন ও মো:দীন ইসলামের ছেলে পিয়াস হোসেন:বাবু আহত হয়।
 আহত অবস্থায় তারা দৌড়ে বাংলাদেশ প্রবেশ করলে বিজিবি তাদেরকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের দৌলতপুর ক্যাম্পে আনা হয়। পরে রাতেই তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল খুরসিদ আনোয়ার।
নাভারর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইউছিপ আলম বলেন বিএসেফের বুলেটের আঘাতে তাদের দু জনের চোখ মারাত্নক জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাদেরকে যশোর জেনারেল হাসপাতাল রেফার্ড করা হয়েছে বলে জানান তিনি।
আটককৃতদের বিরুদ্ধ মাদকসহ বিভিন্ন চোরাচালােনের অভিযোগ রয়েছে বলে জানান বিজিবি।তাদের বিরুদ্ধ অবৈধ অনুপ্রবেশের অভিযোগ মামলা রুজু করা হবে জানান বিজিবি কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ