শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ

আরো খবর

শেখ সেলিম, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহলদল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করে।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে বিদেশি মদ, শাড়ি, বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী, তামাক, পান মসলা, প্রেশার কুকার ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭১ হাজার ৬০০ টাকা।

 

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন,
“সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমন সবসময়ই আমাদের অগ্রাধিকার। এ উদ্দেশ্যে বিজিবি দীর্ঘদিন ধরে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক অভিযানে জব্দকৃত পণ্য তারই অংশ। ভবিষ্যতেও এসব অবৈধ কার্যক্রম রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

 

তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে আটককৃত চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ