রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে মাদকসহ ভারতীয় পণ্য আটক

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: যশোরের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে সাত লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত ষাট টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (১৬ মে) বিজিবির এর টহলদল বেনাপোল, আন্দুলিয়া, রঘুনাথপুর বিওপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৭,৫৪,৫৬০/-(সাত লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত ষাট)* টাকা।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ