শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আরো খবর

বেনাপোল প্রতিনিধি বেনাপোল সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে গাঁজা,ভারতীয় শাড়ি,চাদর ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল আইসিপি,বেনাপোল ও আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ হয়।

 

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমরা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ পণ্যর চালান আটক ও জব্দ অব্যহত রয়েছে। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ