শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে হেরোইন,গাঁজা ও ফেনসিডিলসহ ৫ মাদক কারবারী আটক

আরো খবর

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল  সীমান্তর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ২শ গ্রাম গাঁজসহ ২ জন, ১শত৩৯ পুরিয়া হেরোইনসহ ২ জন ও ৫০ পিচ ইয়াবা সহ ১ জন মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে  করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পোর্ট থানা পুলিশ  জানান. বুধবার সাকালে বেনাপোল ছোট আঁচড়ার এক চায়ের দোকানের সামনে থেকে ২০০ গ্রাম গাঁজাসহ পান্না হোসেন (২৭) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সে পোর্ট থানাধীন অভয়বাস গ্রামের মোঃ তৈয়বুর রহমানের ছেলে।
অপরদিকে বেনাপোল নিত্যহাট মার্কেটের পাশেে  অভিযান চালিয়ে দিলীপ কুমার দে (৪৫) কে ৯২ পুরিয়া হেরোইন সহ তাকে আটক করে।সে
 দীলিপ মৃত হরিপদ দে’র ছেলে।। মানকিয়া গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ  আঃ রাজ্জাক ও পালিত পিতা রহমত আলীর ছেলে সেলিম তরফদার (৫৩) কে আটক করে পুলিশ ।
এদিন সীমান্তের সাদীপুর গ্রামস্থ বুল্লির মোড় থেকে ১ কেজি গাঁজাসহ এহতেশাম আলম রিটু (৩৬) কে আটক করা হয়।  সে  গাজীপুর গ্রামেন রফিকুল ইসলামের ছেলে। ছোট আঁচড়া মোড়ে হাজী বিরিয়ানীর সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায়৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় পৃথক মাদক বিরোধী পাঁচটি মাদক মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের যশোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
 তিনি আরো বলেন শান্তি শৃঙ্খলা রক্ষাসহ মাদকরোধে অভিযান ও এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে পুলিশ।#

আরো পড়ুন

সর্বশেষ