শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে ১৭ পিচ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক 

আরো খবর

 বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১৭ পিচ (১ কেজি ৯৮৩ গ্রাম) স্বর্ণের বার ২ পাচারকারীককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার সকালে পুটখালী সীমান্ত এলাকা থেকে এ স্বর্নের চালানটি আটক করা হয়।
আসামিরা হলো, হাফিজুর রহমান (৩৪), পিতা আজিজুর রহমান ও মেহেদী হাসান(৩২), পিতা আব্দুল করিম। উভয়ই বেনাপোল পোর্ট থানার  পুটখালী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানান, ভারতে স্বর্ণ পাচার হবে, এমন গোপন খবরে, হাবিলদার মালেক গাজীর নেতৃত্বে একটি টহল দল পুটখালী উত্তর পাড়া পাকা রাস্তার উপর হতে ১৭ পিচ স্বর্নের বার ও ১ টি মোটরসাইকেল সহ তাদেরকে আটক করে।
বিজিবির অভিযানের এসময় ২ জন পালিয়ে যান। তাদের নামেও মামলা দেওয়া হয়েছে। তারা হলো আঃ মান্নান (৩২) পিতা মৃত্যু আবুল কাশেম গ্রাম পুটখালি কুবলার মাঠ ও নইমুদ্দিন (৩০) পিতা  জহির উদ্দিন গাজী। গ্রামঃ পুটখালি উত্তর পাড়া, বেনাপোল পোর্ট থানা।
আটক আসামিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।

আরো পড়ুন

সর্বশেষ