শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের সোনা জব্দ

আরো খবর

 শার্শা প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার পাঁচভুলাট সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। তবে, এসময় পাচারকারী কাউকে আটক করতে পারিনি বিজিবি। বুধবার  রাতে এ স্বর্ণের বারগুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, শার্শার পাঁচভুলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে-এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পাচঁ ভুলাট সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন অবস্থান নেয়। এসময় একজনকে সীমান্তের শুন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। এসময় ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পোটলা ফেলে ইছামতি নদীতে ঝাঁপ দেয়। পরে, পোটলাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম। এবং সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি বলেন, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি স্বর্ণের চালান মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এবং সেটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ