বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোল ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ পাচারকারী বাবুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক জাহাঙ্গীর আলম বাবু রঘুনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অভিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান. আজ ভোর রাতে ভারত থেকে ঘিবা গ্রামের কাঁচা রাস্তার মধ্যে দিয়ে একজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে হেঁটে যাওয়ার সময় টহল দল সন্দেহজনক ব্যাক্তিকে আটক করে। পরে তার বস্তা তল্লাশী করা হয়। ঐ ব্যক্তির নিকট হতে ৪৩ কেজি গাঁজা এবং ০১ টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত গাঁজাসহ মোবাইল এর সর্বমোট সিজার মূল্যএক লক্ষ ষাট হাজার পাঁচশত টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।
আটককৃত আসামীর বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি আরো জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

