শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে ৬২ কেজি গাঁজাসহ ৩ চোরাকারবারী আটক 

আরো খবর

   বেনাপোল প্রতিনিধি :
 যশোরের বেনাপোল বাহাদুরপুর সীমান্তে *বিজিবি ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ৬২কেজি গাজা সহ  জসিম সাগর ও ইমরান নামে ৩ মাদক চোরাচালানানীকে আটক করেছে।
আটক জসিম বাহাদুরপুর গ্রমের আব্দুর রহিমের পুত্র ও সাগর হোসেন দুর্গাপুর গ্রামে  জাকির হোসেনের ছেলে। ও ইমরান হোসেন বাহাদুরপুর গ্রামের মোমিন হোসেনের ছেলে।
ধান্যখোলা বিওপি কোম্পানী কমান্ডার৷ সুবেদার নিতিশচন্দ্র জানান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ধান্যখোলা বিওপি এবং র‌্যাব-৬ এর যশোর কমান্ডার ফ্লাইট লেঃ মোঃ রেসেলের  নের্তৃত্বে যৌথ অভিযানিক দল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বেনাপোল বাহদরপুর গ্রামের সাগরের বাড়িতে তল্লাশি চালানো হয়।এসময ঘরের মধ্য হতে ভারতীয় ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়ম আটক করা হয় মাদক চোরাচালানানী ৩ জনকে।
আটককৃত গাঁজাসহ আসামীদেরকে  বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্য্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ