বেনাপোল (শার্শা) প্রতিনিধি:যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬৪ লাখ টাকার বিভিন্ন মাদকদ্রব্য ও শুল্কফাঁকির মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার (১৫ অক্টোবর) রাতে লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত আসামীরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বঁনগা পূর্বপাড়া গ্রামের মতিয়ার মন্ডলের ছেলে আব্দুল মন্ডল (৩৫) ও বেনাপোল পোর্টথানার ধান্যখোলা ইউনিয়নের ১ নং ঘীবা গ্রামের আবু হামজার ছেলে মোন্তাসিম (২৪)।
বিজিবি জানায়,চোরাকারবারী কর্তৃক বর্ণিত বিদেশী মদ, ভারতীয় (নেশা জাতীয়) ৮৩ পিস উইন্সেরেক্স কাশি সিরাপ, গাঁজা, ট্রাক, মোবাইল, শাড়ী এবং কসমেটিক্স সামগ্রী শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় সীমান্ত এলাকা হতে জব্দ করা হয়। এসব ভারতীয় পণ্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত ভারতীয় মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হয়েছে। এবং মাদকদ্রব্য সমূহ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা করা হবে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নেশাজাতীয় সিরাপ ও গাঁজা ও ভারতীয় ট্রাকসহ প্রায় সাড়ে ৬৪ লাখ টাকার বিভিন্ন মালামাল আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি,আমড়াখালী চেকপোষ্ট ও রঘুনাথপুর বিওপি সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
এদিকে একেরপর এক অবৈধ ও শুল্কফাঁকির পণ্য জব্দ ও আটকের ঘটনায় বেনাপোল সীমান্ত এলাকায় চোরাকারবারীদের আতঙ্কের নাম বিজিবি। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন ও যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে।

