শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে ৬ কোটি  টাকার এলএসডি ডিটারমাইন্ড জব্দ, আটক ১

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি:
যশোর ৪৯ ব্যাটলিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল ও সিকারপুর সীমান্তে অভিযান চালিয়ে  মালিকবিহীন ০৬ (ছয়) বোতল  এবং  ৭৮ বোতল ফেনসিডিল সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।
 বডার গার্ড বাংলাদেশ বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের  অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে. শুক্রবার সকালে বেনাপোল বিওপি’র অধিনস্থ আমড়াখালী চেকপোষ্টের একটি চৌকশ টহলদল আমড়াখালি  চেকপোষ্টের ২০০ গজ দক্ষিন পাশে রেললাইন  এলাকায়র সন্দেহভাজন ০১জন ব্যক্তিকে বিজিবি চ্যালেজ্ঞ করলে  তার হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়।
 পরবর্তীতে টহলদল উক্ত ব্যাগ তল্লাশি করে ৬,২৪,০০,০০০/- টাকা মূল্যের ০৬ বোতল LSD (Lysergic Acid Diethylamide) (প্রতি বোতল ১০০ এমএল) ও ৫৪০০/- টাকা মূল্যের ১৮ পিস ক্লোভ-জি ক্রিম এবং ৫৭০০/- টাকা মূল্যের ১৯ পিস স্কিন সাইন ক্রিম আটক করে। অপর একটি অভিযানে শিকারপুর বিওপি’র একটি চৌকশ টহল   দল ভারত থেকে ২ চোরাকারবারী  সিকারপুর সীমান্তে প্রবেশকালে তাদের ধাওয়া করা হয়। বিজিবির উপস্তিতি টেরপেযে তারা কাঁধে থাকা বস্তা ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। উক্ত স্থান হতে টহলদল মালিকবিহীন অবস্থায় ২৮,৮০০/- (আটাশ  হাজার আটশত) টাকা মূল্যের ৭২ বোতল ফেন্সিডিল আটক করে। এছাড়াও, কাশিপুর বিওপি’র একটি চৌকশ টহল দল কর্তৃক ০১ জন আসামীসহ ২৪০০/- টাকা মূল্যের ০৬ বোতল ফেন্সিডিল, ৬৬৫/- টাকা মূল্যের ১৯০ গ্রাম ভারতীয় গাঁজা, ১৬০০০/- টাকা মূল্যের ০১টি মোবাইল ফোন আটক করা হয।
বিজিবি কর্মকর্তা বলেন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মাদক, ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ গোয়েন্দা তৎপরতা অভিযান জোরদার করা হয়েছে।  এরই ধারাবাহিকতায় আটক করা হচ্ছে চোরাইপন্য।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৬,২৪,৫৮,৯৬৫/- (ছয় কোটি চব্বিশ লক্ষ আটান্ন হাজার নয়শত পয়ষট্টি টাকা) মাত্র।
আটককৃত আসামীসহ ফেন্সিডিল, গাঁজা ও মোবাইল থানায় জমা করা হয়েছে এবং বিভিন্ন প্রকার ক্রিম বেনাপোল কাষ্টমস্ হাউজে জমা ও LSD (Lysergic Acid Diethylamide) ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।

আরো পড়ুন

সর্বশেষ