শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বানিজ্য শুরু

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:
তিনদিন বন্ধ থাকার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আবার শুরু হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি শুরু হয়। এদিন বিকাল ৪টা পর্যন্ত ২৩১ ট্রাক পণ্য আমদানি-রফতানিনি হয়েছে। বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড চলছে। অনেকে পণ্য খালাস করে নিয়ে যাচ্ছেন।

তিনি জানান,বুধবার বেনাপোল বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতারা পেট্রাপোল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পণ্য আমদানি-রফতানি চালুর জন্য অনুরোধ জানান। এরপর পেট্রাপোল কাস্টমস, বন্দর ও সিঅ্যান্ডএফ এজেন্ট বুধবার বিকেলে যৌথ আলোচনায় বাংলাদেশে তাদের পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে পাঠাতে সিদ্ধান্ত নেয়। ফলে আজ সকাল থেকে পুনরায় চালু হয় ব্যস্ততম এ বন্দরের কার্যক্রম।

আমদানি পণ্যের মধ্যে রয়েছে কর্ন ডিডিজিএস, কাপড়, ব্লিচিং পাউডার, কোয়ার্টাইজ পাউডার, অ্যালামসহ বিভিন্ন ধরনের পণ্য।
এ ছাড়া রফতানি পণ্যের মধ্যে আছে তৈরি পোশাক, পাটের সুতা, কাঁচা পাট, খালি সিলিন্ডার, বাদাম।

বেনাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নিরাপত্তার কারণে সোমবার থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।

 

আরো পড়ুন

সর্বশেষ