কেশবপুর প্রতিনিধি
দলিত পরিষদ কেশবপুরে উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিলোপ আইন-২০১৫ অনতিবিলম্বে পাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন
উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস। এ সময় অন্যান্যেদেও মধ্যে উপস্থিত ছিলেন দলিত পরিষদ নেতা নিরাপদ দাস, শংকর দাস, সুমন দাস, শরিফ উদ্দিন, তন্দ্রা দত্ত, শাহিদা খাতুন প্রমুখ। বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার দাশ বলেন ৪০ জেলায় দলিত পরিষদের উদ্যোগে বৈষম্য বিলোপ আইন-২০১৫ পাশের দাবিতে দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। #

