শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ব্যাংকের টাকা আত্মসাৎ এর দায়ে সাবেক ব্যবস্থাপকসহ দুইজনকে কারাদণ্ড

আরো খবর

  নিজস্ব প্রতিবেদক:ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) অভয়নগরের নওয়াপাড়া বাজার শাখার টাকা আত্মসাতের দায়ে সাবেক ব্যবস্থাপক শেখ আক্তার-উল-হাবীবসহ দুই জনকে সাত বছর করে সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন,অভয়নগরের নওয়াপাড়া বাজার শাখার সাবেক ব্যবস্থাপক খুলনার দৌলতপুর এলাকার শেখ আক্তার-উল-হাবীব ও দৌলতপুর উপজেলার পাবলা বনিক পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে নওয়াপাড়া বাজারের মেসার্স রুমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সার ব্যবসায়ী শাহাবুদ্দিন স¤্রাট।

মামলা সূত্রে জানা যায়, আসামি শেখ আক্তার-উল-হাবীব ২০০৬ সালের ২৩ আগস্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) অভয়নগরের নওয়াপাড়া বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। তিনি সেখানে কর্মরত থাকাকালীন তৎকালীন ক্রেডিট অ্যাডভান্স অফিসার এ জে এম মোসলেহ উদ্দিনের সহায়তায় নওয়াপাড়া বাজারের রুমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাবুদ্দিন স¤্রাটকে ৯০ লাখ টাকার সিসি লোন প্রদানসহ অনৈতিকতার আশ্রয় নিয়ে সার বিক্রি এবং ওই সার ব্যবসায়ীর সাথে যোগসাজসে বিভিন্ন সময় মোট ৬৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাত করেন। দুদক এ বিষয়টি অনুসন্ধানকালে ২০০৯ সালের ১৮ জুলাই মারা যান ব্যাংক কর্মকর্তা এ জেড এম মোসলেহ উদ্দিন। এর প্রেক্ষিতে দুদক যশোরের তৎকালীন উপ-পরিচালক মো. জাহিদ হোসেন ২০১২ সালের ৩০ মে শেখ আক্তার-উল-হাবীব ও শাহাবুদ্দিন স¤্রাটকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে উল্লিখিত দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

ওই মামলায় আসামি শেখ আক্তার-উল-হাবীব ও শাহাবুদ্দিন স¤্রাটের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক তাদেরকে উল্লিখিত সাজা প্রদান করেন।

আরো পড়ুন

সর্বশেষ