শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভবদহে সাড়ে ৩ কোটি টাকার সেচপ্রকল্পের উদ্বোধন করলেন দুই প্রতিমন্ত্রী  

আরো খবর

প্রতিনিধি :ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনকল্পে পাম্প স্থাপন ও সেচপ্রকল্পের উদ্বোধন করা হয়েছে। যশোর পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ভবদহ ২১ ভেন্ট স্লুইচ গেটে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি যৌথভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, শেখর চন্দ্র, হাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি. হাসানুজ্জামান কাজল সহ পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসির কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২১ ভেন্ট স্লুইচ গেটের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জলাবদ্ধ এলাকাবাসীর পক্ষ থেকে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে ১০টি বিষয় তুলে ধরে প্রস্তাব রাখেন, ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির আহবায়ক আলহাজ্ব এনামুল হক বাবুল। দাবিগুলো হচ্ছে- ৪ ভেন্ট স্লুইচ গেটের দক্ষিণপার্শে মশিয়াহাটি বেদভিটা খাল গভীর খনন, বেদভিটা থেকে বালিয়া খান ৬০০ মিটার খনন, মশিয়াহাটি ও টেকা সেতুর নিচে পড়ে থাকা নির্মাণ সামগ্রী অপসারণ, ভবদহ ২১ ভেন্ট স্লুইচ গেট থেকে ডাউনে খর্নিয়া পর্যন্ত শ্রী নদী খনন, মুক্তেশ্বরী নদীর সম্পূর্ণ অংশ সংষ্কার, আমডাঙ্গা খালে গৃহীত প্রকল্প জরুরী ভিত্তিতে বাস্তবায়ন, সেচপ্রকল্পে পাম্পের সংখ্যা বৃদ্ধি, নির্মাণাধীন টেকা সেতু প্রসস্থতা বৃদ্ধি ও ২১ ভেন্ট স্লুইচ গেটের সামনে ক্রাশ বাঁধ নির্মাণ করা।
প্রস্তাবিত দাবি ও উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি তাঁর বক্তব্যে বলেন, দাবির মধ্যে অনেকগুলো বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন। বাকিগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভবদহের জলাবদ্ধতা দ্রুত নিরসনকল্পে ২১ ভেন্ট স্লুইচ গেটে ৭৫ হর্সপাওয়ারের চারটি পাম্প স্থাপন করা হয়েছে। পরবর্তীতে একই হর্সপাওয়ারের আরও ছয়টি পাম্প স্থাপন করা হবে। এছাড়া বিএডিসির সেচপ্রকল্পের আওতায় ইতোমধ্যে ১৬টি পাম্প দিয়ে পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। ফলে ভবদহ অঞ্চলের জলাবদ্ধ ৯০ শতাংশ জমিতে এবার চাষাবাদ করা সম্ভব হবে।

আরো পড়ুন

সর্বশেষ