শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ভবদহে সেনা তত্ত্বাবধানে ১৪০ কোটি টাকা ব্যয়ে নদী খনন শুরু

আরো খবর

কেশবপুর(যশোর) প্রতিনিধি: ভবদহ এলাকার পানিবদ্ধতা নিরাসন কল্পে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১ শত ৪০কোটি টাকা ব্যয়ে এ অঞ্চলের ৮১.৫ কিলোমিটার নদী পুনকানন কাজের  উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার  ভবদাহ স্লুইস  গেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম, এ সময় সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মামুন উর রহমান, পানির উন্নয়ন বোর্ডের প্রতিনিধি বি এম আব্দুল মমিন, সেনাবাহিনীর মেজার গাজীর নাজমুল হক,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি , কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন প্রমূখ।

নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানান, প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে এ অঞ্চলের টেকা নদী,হরি নদী, তেলিগাতী নদী,  শ্রী নদী,আপার ভদ্রা নদী এবং  হরিহর নদীর ৮১.৫কিলোমিটার নদী খনন কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের৮৫ থেকে ৯৫ শতাংশ অনাবাদি কৃষি জমি বোরো আবাদের আওতায় চলে আসবে।

 

এই ৬টি নদীর ৪০ কিলোমিটার কেশবপুর উপজেলা অংশে ।  ২০২৬ সালের জুনে এই প্রকল্পের কাজ শেষ হবে। তিনি আরো জানান, আশা করা হচ্ছে আগামী বছর এ অঞ্চলে কোন বাড়িতে আর পানি থাকবে না।

খুব শিগগিরই আরো একটা নদীর পোলি ম্যানেজমেন্ট  প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন  হলে এ অঞ্চলের মানুষ দীর্ঘমেয়াদি পানি বদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে।

 

 

আরো পড়ুন

সর্বশেষ