কেশবপুর প্রতিনিধি:কেশবপুর-মনিরামপুর,তালা,ডুমুরিয়া ও অভায়নগর উপজেলার আংশিক এলাকার স্থায়ী পানি বদ্ধতা সমস্যার সমাধান কল্পে গতকাল পানি ভবন, ঢাকায় বাংলাদেশ সেনাবাহিন ইঞ্জিনিয়ারিং কোরের কনস্ট্রাকশন ব্যাটেলিয়নের সাথে পাউবোর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর নিযুক্ত প্রকল্প পরিচালকসহ অন্যান্য অফিসারবৃন্দ এবং বাপাউবোর পক্ষে মহাপরিচালক , অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) সহ বাপাউবোর প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
নদী পুনঃখননে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১শত ৪০ কোটি টাকা।
প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের ২৪ নম্বর পোল্ডারের আওতাধীন ভবদহ ২১ ভেন্ট এবং বিল খুকসিয়ার ৮ভেন্ট সংলগ্ন এলাকার ৪টি নদ-নদীর ৮১.৫০০ কি মি নদী পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হবে।উক্ত প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হলে এই এলাকার প্রায় ২৫ লাখ মানুষ পানিবদ্ধতা যনিত অভিশাপের হাত থেকে সাময়িক হলেও মুক্তি পাবে বলে বিশেষজ্ঞরা ধারণা করেন। দীর্ঘ চার দশক এই পানিবদ্ধতা স্থায়ী হয় এ অঞ্চলের জীববৈচিত্র্য আজ বিপন্ন মানুষের পৈত্রিক পেশা পরিবর্তন করে অনেকেই নতুন পেশায় চলে গেছেন।
লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে জন্ম ভিটা ছেড়ে অন্যত্র চলে গেছেন। অবশিষ্ট যারা আছেন তারা বছরের ৯ মাস পানির মধ্যে বসবাস করেন। কিছু এলাকা আছে ১২মাস পানিতে ডুবে থাকে বছরের পর বছর।

